রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৯ অক্টোবর ২০২৪:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের লক্ষ্যে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় শুরু করেছে। এর অংশ হিসেবে আজ বুধবার উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব রাবিতে সক্রিয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এদিন দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে অন্যদের মধ্যে রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে উপাচার্য রাকসু নির্বাচনের জন্য ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের সহযোগিতা প্রত্যাশা করেন। উপস্থিত সংগঠনসমূহের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

প্রসঙ্গত, রাকসু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কর্তৃপক্ষের উদ্যোগের অংশ হিসেবে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগামীতে অন্যান্য স্টেকহোল্ডারদের সাথেও মতবিনিময় অনুষ্ঠিত হবে।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর