রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ নভেম্বর ২০২৩:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হওয়ায় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর অভিনন্দন জানিয়েছেন। তাঁরা দায়িত্ব পালনে অধ্যাপক মো. রবিউল ইসলামের সাফল্য প্রত্যাশা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস জ্ঞাপন করেন।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. রবিউল ইসলাম আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তাঁর সাথে রাবির বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর