জনসংযোগ দপ্তর

‘জুলাই বিপ্লব’ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা। এই উপলক্ষ্যে একটি সংকলন প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংকলনে প্রকাশের জন্য ‘জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের প্রবন্ধ ও গল্প (অনধিক ১ হাজার শব্দের মধ্যে), ছড়া, কবিতা ইত্যাদি আহ্বান করা যাচ্ছে। বিচারকমণ্ডলীর মাধ্যমে সেসব প্রকাশের জন্য নির্বাচন করা হবে।

এছাড়া জুলাই বিপ্লবকে কেন্দ্র করে উন্মুক্ত নাট্যরচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহীদেরকে জুলাই বিপ্লবের সত্যতার আলোকে ১ ঘন্টা পরিধির নাট্যরচনা করতে হবে। প্রাপ্ত নাটকগুলো থেকে বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে প্রথম পাঁচটি নাটকের নাট্যকারকে পুরস্কৃত করা হবে এবং উক্ত নাটকগুলো দেশের খ্যাতিমান নাট্যনির্দেশকদের নির্দেশনায় মঞ্চায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রবন্ধ, গল্প, ছড়া, কবিতা ও উন্মুক্ত রচনাসমূহ অ৪ মাপের অফসেট কাগজে চারপাশে ১.২৫ ইঞ্চি মার্জিন দিয়ে সুতন্বী এমজে ফন্টে ১৪ পয়েন্টে ১.৫ লাইন স্পেস দিয়ে কম্পোজ করতে হবে। রচনার প্রথমে পৃথক কাগজে প্রয়োজন মতো রচয়িতার নাম ও পদবী, বিভাগ/দপ্তর/শাখার নাম, বর্ষ, রোল নম্বর, হলের নাম ও যোগাযোগের ফোন নম্বর উল্লেখ করতে হবে।
আগ্রহীদের সুবিধার্থে প্রবন্ধ, গল্প, ছড়া, কবিতা ও উন্মুক্ত নাট্যরচনা জমা দেওয়ার সময় আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছে। লেখাসমূহ প্রশাসক, জনসংযোগ দপ্তর, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবরে জমা দিতে ও সেসবের সফ্ট কপি ই-মেইলযোগে rupr@ru.ac.bd/proffice.ru@gmail.com আইডিতে পাঠাতে হবে।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর