রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সকল সাংবাদিক ও আলোকচিত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছ থেকে ২০২৪ সালের জুলাই বিপ্লব সংশ্লিষ্ট ডকুমেন্টারি ও আলোকচিত্র আহ্বান করা হচ্ছে।
সকলের থেকে প্রাপ্ত ডকুমেন্টারি ও আলোকচিত্রের বাছাইকৃত অংশ প্রথম পর্যায়ে আগামী ১৪–১৬ ডিসেম্বর প্রদর্শন করা হবে। পরবর্তীতে বড় আয়োজনে ডকুমেন্টারি ও আলোকচিত্রগুলো প্রদর্শন করা হবে।
সংশ্লিষ্ট ডকুমেন্টারি ও আলোকচিত্র পাঠাতে –
আপনার নাম,পরিচয়, যোগাযোগ নম্বর ও ক্যাপশনসহ নিচের লিঙ্কে আগামী ১২ ডিসেম্বর দুপুর ১২ টার মধ্যে পাঠিয়ে দিন।
লিঙ্ক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc-YG-A9YW_XLAH2Wf9RBQimoUuRIPqJzPBbWbmmtZVEeXCRQ/viewform?usp=header
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: proffice.ru@gmail.com
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর