রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ অক্টোবর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব চীন সফরে গেছেন। আজ বুধবার দুপুরে তিনি চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি হংহে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব চাইনিজ ইন্টারন্যাশনাল এডুকেশন এর আমন্ত্রণে এই সফরে গেছেন।

সফরকালে রাবি উপাচার্য চাইনিজ ইন্টারন্যাশনাল এডুকেশন ফাউন্ডেশন ও হংহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা বৈঠকে মিলিত হবেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন। এসময় রাবির সাথে ঐসব চীনা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর