রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ নভেম্বর ২০২৫:
বিশ্বখ্যাত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৬’-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৩১২তম স্থান অধিকার করেছে। ৪ নভেম্বর ২০২৫ তারিখে এই র্যাঙ্কিং প্রকাশিত হয়। ২০২৫ সালে একই র্যাংকিংয়ে রাবির অবস্থান ছিল ৩২০তম।
রাবির এ অর্জনে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন সকলকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর
