রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৪ সেপ্টেম্বর ২০২৫:
তুরস্ক সরকারের তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)’র দক্ষিণ আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ আলী আরমাগান আজ রবিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন। প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই মতবিনিময়কালে তিনি রাবির শিক্ষা ও গবেষণা সম্পর্কে আগ্রহ প্রকাশ করলে উপ-উপাচার্য (প্রশাসন) তাঁকে সে বিষয়ে অবহিত করেন। এছাড়াও তাঁরা বাংলাদেশ ও তুরস্ক এই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা ও সহায়তার বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময়কালে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম, টিকা’র প্রকল্প ব্যবস্থাপক মঞ্জুর এলাহী ও রেবেকা সুলতানাসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর