রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৪ আগস্ট ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে তুরুস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর মোস্তাফা কেমাল সান ও প্রফেসর হাজি মুসা তাসদেলেন আজ সোমবার সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তাঁরা পরস্পরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গক্রমে প্রফেসরবৃন্দ পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাবির সাথে সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি সম্পাদনের আগ্রহ প্রকাশ করলে উপাচার্য তা স্বাগত জানান এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সমাজবিজ্ঞান প্রফেসর জুলফিকার আলী ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সমাজবিজ্ঞান বিভাগের সাথে ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস+ কেএ-১৭১ সমঝোতা চুক্তির অংশ হিসেবে পারস্পরিক গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদ্বয় রাবি সফরে আসেন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর