শিক্ষার্থীদের মুখোমুখি চলচ্চিত্রকার
আকরাম খান
০৬ নভেম্বর ২০২৪ তারিখ বিভাগে অনার্স ও মাস্টার্সের ফিল্ম মেকিং কোর্সের শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছিলেন খ্যাতিমান চলচ্চিত্রকার আকরাম খান। তিনি ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহীর আয়োজনে ঋত্বিকের ৯৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহী এসেছিলেন।
আকরাম খানের চলচ্চিত্রজীবনের অভিজ্ঞতা আমাদের শিক্ষার্থীদের সাথে বিনিময় করার জন্য এই কোর্সের কোর্স শিক্ষক হিসেবে আমি তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম।
এই কোর্সের অপর শিক্ষক আব্দুল্লাহীল বাকী শিক্ষার্থীদের একাংশকে নিয়ে (প্রায় ২০ জন) আজ প্র্যাকটিক্যাল কাজের অংশ হিসেবে দূরের লোকেশনে শুটিংয়ে থাকায় তিনি এতে অংশ নিতে পারেননি৷
আকরাম খানের চলচ্চিত্রযাত্রার গল্প শুনে শিক্ষার্থীরা নিজেদের ঝালাই করে নিতে পারবে বলে আশা করি।
বিভাগে এমন আয়োজন আরো হবে। বিভাগীয় সভাপতি হিসেবে এভাবে বিভাগকে একাডেমিক কাজে প্রাণচঞ্চল রাখার চেষ্টা করব।
আমাদের সময় দেবার জন্য আকরাম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।
ড. সাজ্জাদ বকুল
প্রফেসর ও সভাপতি
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।