রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সেমিস্টার পদ্ধতিতে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু হয়েছে। ২০ জুলাই ২০২৫, রোববার বিভাগে এই পদ্ধতির নতুন কারিকুলাম নিয়ে পরিচিতিসভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হোসেন বকুলের সভাপতিত্বে বিভাগের ১২৩ নং শ্রেণিকক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নতুন কারিকুলাম ও সেমিস্টার পদ্ধতি নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কারিকুলাম কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মশিহুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অধ্যাপক নাজিয়াত হোসেন চৌধুরী ও সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ। সেমিস্টার পদ্ধতির মাস্টার্স প্রোগ্রামে দুই সেমিস্টারের এমএসএস (কোর্সওয়ার্ক), তিন সেমিস্টারের এমএসএস (মিক্সড মোড) ও চার সেমিস্টারের এমএসএস (থিসিস) তিনটি পদ্ধতির মধ্যে শিক্ষার্থীরা যেকোনো একটি পদ্ধতি বেছে নিতে পারবেন।
এমএসএস ২০২৪ ব্যাচের কারিকুলাম পরিচিতি সভা
