করোনাকালে নিউইয়র্কের মানুষের, বিশেষ করে সেখানে প্রবাসী বাংলাদেশিদের বেঁচে থাকার লড়াই, মানুষকে বাঁচিয়ে রাখার লড়াই নিয়ে নিউইয়র্কপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক শামীম আল আমিন সম্প্রতি নির্মাণ করেছেন প্রামাণ্য চলচ্চিত্র ‘হোপ নেভার ডাইজ’।
ছবিটির প্রদর্শনী আজ ১৮.১০.২০২৫ তারিখ হয়ে গেল আমাদের বিভাগে। ছবি শেষে নিউইয়র্ক থেকে ভার্চুয়ালি যুক্ত হন পরিচালক শামীম আল আমিন, জবাব দেন শিক্ষার্থীদের নানা প্রশ্নের।
বিভাগের বর্তমান সভাপতির উদ্যোগে বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গড়া পিআর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট টিম-এর আয়োজনে ও ক্লাসরুম ম্যানেজমেন্ট টিমের কারিগরি সহযোগিতায় এই প্রদর্শনী ও মিট দ্য ডিরেক্টর প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি প্রফেসর ড. সাজ্জাদ বকুল, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার।
প্রদর্শনীতে বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় ৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পিআর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের কোঅর্ডিনেটর Farzana Tanni, সদস্য Siddiquer Rahman Khan, ক্লাসরুম ম্যানেজমেন্ট টিমের MD Kamruzzaman Fahad, Pranto Kumar Das, রাজু ইসলাম এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বিভাগের ১২৩ নং শ্রেণিকক্ষে অনুষ্ঠিত আজকের এই ফিল্ম শো ও মিট দ্য ডিরেক্টর অনুষ্ঠানের খণ্ডচিত্র।
ফটোক্রেডিট: ফাহাদ ও তন্বী