রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ‘ডিজিটাল যুগের সাংবাদিকতা এবং টেলিভিশন সংবাদ উপস্থাপনা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই ২০২৫, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে বিভাগের ১২৩ নম্বর কক্ষে এই কর্মশালা শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। কর্মশালা পরিচালনা করেন সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক, আন্তর্জাতিক ডেস্কের ইন-চার্জ ও সংবাদ উপস্থাপক ওমর ইনান। বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের এক্সিকিউটিভ প্রডিউসার (নিউজ) রাফিউল ইসলাম, আন্তর্জাতিক ডেস্কের কর্মকর্তা রবিউল আওলাদ, বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মো. মশিহুর রহমান, অধ্যাপক আব্দুল্লাহ-আল মামুন প্রমুখ।