আদ্য ২৯ জুন ২০২০ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ মোতাবেক প্রফেসর ড. মো. জাফর সাদিক বিভাগের সভাপতি হিসেবে তিন বছর পূর্ণ করায় তাঁর দায়িত্ব পালন শেষে উক্ত অধ্যাদেশ মোতাবেক বিভাগের জ্যোষ্ঠতার ভিত্তিতে প্রফেসর ড. মো. অহিদুল ইসলাম নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
স্বাস্থ্যবিধি মেনে সভাপতির দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রফেসর ড. মো.জাফর সাদিককে তাঁর মেয়াদে সাফল্যের সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ এবং নতুন সভাপতি হিসেবে প্রফেসর ড. মো. অহিদুল ইসলাম দায়িত্ব গ্রহণ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপস্থিত সকলের প্রত্যাশা নতুন সভাপতির দায়িত্ব ও গতিশীল নেতৃত্বে বিভাগের সমৃদ্ধি অব্যাহত থাকবে।
দায়িত্ব হস্তান্তরকালীন আলোকচিত্র।