ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে দুই বছর ও এক বছর মেয়াদী সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি।

দুই বছর মেয়াদী সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত তথ্য ঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে দুই বছর মেয়াদী সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ২৩তম ব্যাচে (জুলাই- ডিসেম্বর, ২০১৯) ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। বিভাগের সভাপতির কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদনের শেষ তারিখ ১১ জুলাই ২০১৯ বিকেল ৫.০০টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা-১২ জুলাই ২০১৯ , সময়- সকাল ১0.00-১১.০০টা। বিস্তারিত তথ্যের জন্য ঃ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, উত্তর ব্লক, দ্বিতীয় তলা, কক্ষ নং-২৫৩, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফোনঃ +৮৮০ ৭২১-৭১১১৩২ (অফিস), +৮৮০ ১৭১১-৪৮৩৭১৫ (শিক্ষক) , +৮৮০ ১৭০৪-৫৫৭৫৫১ (কর্মকর্তা)।


এক বছর মেয়াদী সান্ধ্যকালীন এমবিএ
(MBA for Business Graduates)প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত তথ্য ঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে এক বছর মেয়াদী সান্ধ্যকালীন এমবিএ (MBA for Business Graduates) প্রোগ্রামে ৪র্থ ব্যাচে (জুলাই- ডিসেম্বর, ২০১৯) ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। বিভাগের সভাপতির কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদনের শেষ তারিখ ১১ জুলাই ২০১৯ বিকেল ৫.০০টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা-১২ জুলাই ২০১৯ , সময়- সকাল ১0.00-১১.০০টা। বিস্তারিত তথ্যের জন্য ঃ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, উত্তর ব্লক, দ্বিতীয় তলা, কক্ষ নং-২৫৩, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফোনঃ +৮৮০ ৭২১-৭১১১৩২ (অফিস), +৮৮০ ১৭৪৭-৩০৯৯০৯ (শিক্ষক) , +৮৮০ ১৭৪২-৯৪৯৪৯৫ (কর্মকর্তা)।


Click For Download File: