১৩ জুলাই ২০২০ তারিখে অনুষ্ঠিত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ একাডেমিক কমিটির জরুরী সভায় আগামী ১৬ জুলাই ২০২০ তারিখ হতে অনলাইন ক্লাশ শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। বিডিরেন এর সহযোগিতায় এই ক্লাশ পরিচালিত হবে। বিভাগের বিভিন্ন বর্ষের চলমান ক্লাশগুলো কোর্স শিক্ষকমন্ডলীকে অনলাইন রুটিন অনুযায়ী বিডিরেন এর সফটওয়ারের সহযোগিতায় সিডিউল এ তৈরিকৃত লিংক এর মাধ্যমে ক্লাশগুলো পরিচালনার অনুরোধ করা যাচ্ছে।
বিভাগের প্রত্যেক ব্যাচের বিভাগ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৈরিকৃত ব্যাচের ভেরিফাইড গ্রুপে কোর্স শিক্ষমমন্ডলীকে কোর্সের ক্লাশের লিংক জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বিভাগের শিক্ষার্থীদের তাদের নিজনিজ ব্যাচের গ্রুপে প্রদত্ত লিংক ব্যবহার করে রুটিন অনুযায়ী ক্লাশে অংশগ্রহণ করতে বলা হলো।
অনলাইন ক্লাশ পরিচালনা এবং অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হলো।
প্রফেসর ড. মো. অহিদুল ইসলাম
সভাপতি
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ