উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং জ্ঞান অর্জনের সাথে সাথে স্বউদ্দ্যোগী হয়ে বিভিন্ন ধরনের শিল্পায়নের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নিজের ও দেশের অর্থনীতিকে সুদৃঢ় করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও IQAC নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এবিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। এই প্রচেষ্টার ধারাবাহিকতায়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের Motivation এর জন্য আগামী ২০ জুলাই ২০২৫, রবিবার “Empowering Youth for Economic Revolution:Reflecting on the Past to Secure Future” শীর্ষক একটি দিনব্যাপি সেমিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
- BUSINESS IDEA TEMPLATE
- 90 Sec. Elevator Pitch Rules
- Selected Teams after Primary Screening (RUBiC-2025)
-
- Registration Link : https://forms.gle/rCSkz3LMUcAbemZDA
- Registration Deadline : 20 June 2025,
- Idea Submission Deadline : 30 June 2025
Business Idea Competition (RUBiC-2025) এ অংশগ্রহণের নিয়মাবলীঃ - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Quality Assurance Cell (IQAC) এই প্রথমবারের মতো Business Idea Competition (RUBiC-2025) আয়োজন করতে যাচ্ছে । ছাত্র-ছাত্রীদের সত্যিকারের উদ্ভাবনী ব্যবসা এবং শিল্প উদ্দোক্তা তৈরির জন্য এই আয়োজন।
১. একক বা সর্বোচ্চ ৪ জনের সমন্বয়ে দল গঠন করা যেতে পারে।
২. একাধিক বিভাগের ছাত্র-ছাত্রীর সমন্বয়ে গঠন করা যেতে পারে।
৩. অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে ২০ জুন ২০২৫ পর্যন্ত।
৪. বিজনেস প্লান সাবমিট করতে হবে ওয়েব সাইটে প্রদত্ত নিদৃিষ্ট ফরম্যাট অনুযায়ী।
৫. ৩০ জুন, ২০২৫ এর মধ্যে iqac@ru.ac.bd এই ইমেইলে বিজনেস প্লান পাঠাতে হবে। কোন হার্ড কপি (প্রিন্ট কপি) গ্রহনযোগ্য হবে না।
৬. ব্যবসা বা শিল্প স্থাপনের বাস্তব সম্মত, ইউনিকনেস, গ্রহণযোগ্যতা ইত্যাদির উপর ভিত্তি করে শ্রেষ্ঠ ১০ টি দল বা প্রস্তাব নির্বাচন করা হবে।
৭. নির্বাচিত ১০ টি দলের মধ্যে ১৫ মিনিটের বিজনেস পিচিং বা প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং শ্রেষ্ঠ ৩টি আইডিয়া বা প্রস্তাব কে বিজয়ী ঘোষনা করা হবে।
৮. ১ম পুরষ্কার – ৫০,০০০/- টাকা
২য় পুরষ্কার – ৩০,০০০/- টাকা
৩য় পুরস্কার – ২০,০০০/- টাকা
৯. বিজয়ী ১ম ও ২য় দল তাদের বিজনেস আইডিয়া ২০ জুলাই ২০২৫ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য BIDA, SME Foundation সহ জাতীয় পর্যায়ের ফাইন্যান্স অরগানাইজেশানের প্রতিনিধিদের সামনে প্রেজেন্ট করার সূযোগ পাবে।
১০. উপর্যুক্ততা বিচারে শ্রেষ্ঠ এক বা একাধিক দল প্রস্তাবিত ব্যবসা বা শিল্প তৈরির জন্য Seed Funding পেতে পারে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের ছাত্র-ছাত্রীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে।