রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৫ জানুয়ারি ২০২৪:
আজ সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক আয়োজিত দুই মাসব্যাপী কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৩ এর কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রফেসর মো: জালাল উদ্দিন সরদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো: সুলতান-উল-ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. হুমায়ুন কবীর, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো: মোজাফফর হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোইজুর রহমান, ডা: মো: শওকত আলি, এ.জি.এম সেলস্, ব্র্যাক এ.আই.এন্টারপ্রাইজ, ব্র্যাক প্রধান কার্যালয়, ঢাকা। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রফেসর সৈয়দ সরওয়ার জাহান, কোর্স কো অর্ডিনেটর প্রফেসর মো: আখতারুল ইসলাম, আব্দুল্লাহ আল মান্নান, ব্র্যাক, মো: জালাল উদ্দিন, ডা. আল হেলাল মন্ডল, শহিদুল ইসলাম, প্রফেসর ড. রাশিদা খাতুন, ড. আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী, রাবি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. প্রদীপ কুমার পাÐেও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন হেমায়েতুল ইসলাম আরিফ।

প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী মো: সামিউল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জনকারী শাজাহান আলী, তৃতীয় স্থান অর্জনকারী গোলাম মোস্তফা কে মেডেল প্রদান করেন এম. এ. মান্নান, জোনাল সেলস ম্যানেজার, কৃত্রিম প্রজনন, ব্র্যাক, পশ্চিম অঞ্চল।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর