রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩০ এপ্রিল ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ মঙ্গলবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেমিনার গ্রন্থাগার এবং কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়। এদিন বেলা ১১টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের চতুর্থ তলায় এই গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ, অনুষদের সাবেক অধিকর্তা ও বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মো. ফয়জার রহমান, অনুষদেরভুক্ত বিভাগসমূহের সভাপতি, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর উপাচার্য সেমিনার গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন। সেখানে সংক্ষিপ্ত মন্তব্যে তিনি এই সেমিনার গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব চালুর মাধ্যমে বিভাগের শিক্ষা কার্যক্রমে গতিশীলতার নতুন অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেন। এসব শিক্ষা সহায়ক অবকাঠামোর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের জ্ঞান চর্চায় বিশেষ সুবিধা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, সেমিনার গ্রন্থাগারে একসঙ্গে ৪০ জন পড়াশোনা ও কম্পিউটার ল্যাবে ২৫ জন কাজ করতে পারবেন।

অধ্যাপক প্রণব কুমার পান্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর