রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৮ ফেব্রুয়ারি ২০২৪:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অফিস নথি ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। এদিন বিকেলে  `Training on Office File Management & Social Accountability’ শীর্ষক এই প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক ও বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ তাঁর বক্তব্যে কর্মক্ষেত্রে অফিসের নথি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয়। এই বিষয়ে আমাদের যথেষ্ট জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন। বিশ^বিদ্যালয় যেহেতু একটি উচ্চশিক্ষায়তন সেহেতু এর কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক দায়বদ্ধতা থাকা অপরিহার্য। সেক্ষেত্রে এই প্রশিক্ষণ রাজশাহী বিশ^বিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তাদের সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রতিদিন ৫০ জন করে ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর