রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৮ সেপ্টেম্বর ২০২৩:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অফিস ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ আজ সোমবার শেষ হয়েছে। চার পর্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম ও আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার বক্তৃতা করেন।
কর্মশালায় রাবিতে কর্মরত প্রায় ২০০ জন কর্মকর্তা চারটি ব্যাচে এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণের চারটি পর্ব যথাক্রমে ১১, ১২ ও ১৭, ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর