রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়  শিক্ষক ও গবেষকদের থিসিস ও গবেষণাপত্র লেখার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১২, ১৩ ও ১৪ আগস্ট ২০২৫ তারিখে  Workshop on “Keyword Sequence Importance (KSI): A Novel Writing Module for Quality Publication and Plagiarism Reduction” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। ১২ আগস্ট ২০২৫ তারিখ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব এবং ১৩ ও ১৪ আগস্ট ২০২৫ তারিখ যথাক্রমে মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীনমাননীয় উপ-উপাচার্য (শিক্ষা)  প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও উক্ত কর্মশালায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, আহসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি  ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, হাজী  দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী কর্মশালার সেশন পরিচালনা করবেন মালয়েশিয়া পুত্রা ইউনিভার্সিটির শিক্ষক ও গবেষক ড. মো. কামাল উদ্দিন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মনিমুল হক এবং মডারেটর হিসেবে সঞ্চালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন

Resource Person’s Presentation (Professor Dr. Md. Kamal Uddin, Universiti Putra, Malaysia)