বিশ্ববিদ্যালয় পর্যায়ে সুশাসন, শুদ্ধাচার কৌশল ও কর্ম-পরিকল্পনা বস্তবায়নের লক্ষ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আজ (১৯ মার্চ ২০২৩) “জাতীয় শুদ্ধাচার কৌশল” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠেয় এই প্রশিক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর/বিভাগের ২৫০ জন কর্মকর্তাঅংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য, প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। সভাপতিত্ব করেন আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. দুলাল চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মশিহুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. আবদুর রশিদ সরকার। এই প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আবু হায়াত মোঃ রহমতুল্লাহ্, প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ।