রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য “কোয়ালিটি অ্যাসুরেন্স এর লক্ষ্যে গৃহীত ও ভবিষ্যৎ কার্যক্রম” বিষয়ে বিভিন্ন অনুষদের ডীন ও ইন্সটিটিউট পরিচালক মহোদয়গণের অংশগ্রহণে অদ্য (২৩ আগস্ট ২০২৩, : বেলা ১১:০০ টা, স্থান : শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষ) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামসমূহের অ্যাক্রিডিটেশনের প্রস্তুতি পর্যালোচনা ও মনিটরিং প্রক্রিয়া কার্যকরকরণে বিশদ আলোচনা করা হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি হিসেবে মাননীয় উপ-উপাচার্যদ্বয় প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও প্রফেসর মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।