ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৩-১৬ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠেয় “BAC Standards, BNQF and OBE Curriculum” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আজ শেষ দিন। সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স কক্ষে (কক্ষ নং-৪০৫) অনুষ্ঠিত ৪ পর্বের দিনব্যাপী এই প্রশিক্ষণে কলা, সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদের ১৮০ জন অ্যাকাডেমিক স্টাফ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে Overview of BAC Standards and BNQF, OBE Curriculum Template এবং Course File বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. আবদুর রশিদ সরকার। প্রতি পর্বে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. দুলাল চন্দ্র রায়, পরিচালক, আইকিউএসি। কর্মসূচিটি সঞ্চালনা করেন প্রফেসর মো. মশিহুর রহমান, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
BAC Standards, BNQF and OBE Curriculum শীর্ষক প্রশিক্ষণ
