বিশ্ববিদ্যালয় পর্যায়ে সুশাসন, শুদ্ধাচার কৌশল ও কর্ম-পরিকল্পনা বস্তবায়নের লক্ষ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি
অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে চারদিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহীদ
তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিটি গত ১৯ মার্চ ২০২৩ তারিখে শুরু হয়ে ২২ মার্চ ২০২৩
তারিখে শেষ হয়। এই চার দিনে “জাতীয় শুদ্ধাচার কৌশল”, “তথ্য অধিকার”, “সেবা প্রদান প্রতিশ্রুতি” এবং
“অভিযোগ প্রতিকার ব্যবস্থা” বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
দপ্তর/বিভাগের ২৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়
উপ-উপাচার্য, প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। সভাপতিত্ব করেন আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড.
দুলাল চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মশিহুর রহমান এবং অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. আবদুর রশিদ সরকার। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ১. আবু
হায়াত মোঃ রহমতুল্লাহ্, প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, ২. ড. প্রদীপ কুমার পাণ্ডে, প্রফেসর,
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রা. বি., ৩. পারভেজ রায়হান, উপপরিচালক (যুগ্মসচিব), আরপিএটিসি
এবং ৪. আ. ত. ম. আব্দুল্লাহহেল বাকী, সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব), আরপিএটিসি। প্রশিক্ষণ
শেষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অংশগ্রহণকারীর মধ্যে থেকে অফিসার্স সমিতির সভাপতিসহ তিন জন
কর্মকর্তা। আরো বক্তব্য রাখেন মাননীয় উপ-উপাচার্য, প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও প্রফেসর আব্দুস
সালাম, রেজিস্ট্রার। সর্বশেষে সনদসমূহ পরিচালক, আইকিউএসি-এর নেতৃত্বে মাননীয় উপ-উপাচার্যের মাধ্যমে
বিতরণের জন্য রেজিস্ট্রার মহোদয়ের হাতে তুলে দেন।