Call For Papers

রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম এলামনাই এসোসিয়েশন আয়োজিত 31 March 2017   কনফারেন্স উপলক্ষে প্রকাশিত স্মরণিকার জন্য লেখা জমা দেয়ার Deadline: 09 March 2017

লেখা জমা দেয়ার নিয়মাবলী:

১। লেখককে সমাজকর্ম এলামনাই এসোসিয়েশন এর সদস্য হতে হবে।
২। লেখা বাংলা অথবা ইংরেজিতে নিম্নোক্ত যে কোন বিষয়ে হতে হবে:
– সমাজকল্যাণ বিষয়ক প্রবন্ধ/রচনা – সর্বোচ্চ ১৫০০ শব্দ
– ছোট গল্প/স্মৃতিচারণ/ভ্রমনকিহিনী – সর্বোচ্চ ১০০০ শব্দ
– কবিতা/ছড়া/গান – সর্বোচ্চ ১৬ লাইন
৩। কোন বতর্মান বা প্রাক্তন শিক্ষক/শিক্ষিকা অথবা ছাত্র/ছাত্রী, নারী/পুরুষ জেন্ডার, ধর্মীয়/নৃতাত্বিক সম্প্রদায় বা সামাজিক/সাংস্কৃতিক সংগঠন-কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদ্রুপ/কটাক্ষ বা হেয় প্রতিপন্ন করে এমন কোন লেখা/লেখার অংশ সম্পাদকীয় নীতিমালা পরিপন্থী বিধায় তা বর্জনীয়।
৪। লেখা  নিম্নোক্ত ইমেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো: alumniswru@gmail.com