২৩১তম শিক্ষা পরিষদ (৩১.১২.২০১২) ও ৪৪৬তম সিন্ডিকেট (০৪.০১.২০১৩) সভার অনুমোদনক্রমে দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মো. শামসুদ্দিন এর পরলোকগত স্ত্রী শামসুন নাহার (রেণু) এর নামে একটি ট্রাস্ট গঠন করা হয়। যেটি ‘রেণু স্মৃতি ট্রাস্ট’ নামে বিদ্যমান।
ট্রাস্টের সমূদয় আমানতের মুনাফা হতে ৮০% প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মোট ০৩ টি রেণু স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। ০২ টি বৃত্তি ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীকে এবং তৃতীয়টি শুধু মাত্র ছাত্রীদের মধ্যে মেধায় প্রথম স্থান অধিকারীকে এই বৃত্তি প্রদান করা হয়।
অবশিষ্ট ২০% মুনাফার অর্থ যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার ওপর অনুষ্ঠিত সেমিনারে ব্যয় করা হয়।

ট্রাস্টি বোর্ড

০৫ সদস্য বিশিষ্ট রেণু স্মৃতি ট্রাস্ট বোর্ড গঠন করা হয়।

ক্রমিক নং পদ  নাম ও পদবী
সভাপতি (পদাধিকার বলে বিভাগীয় সভাপতি)  প্রফেসর ড. নিলুফার আহমেদ
সদস্য (বিভাগীয় সর্বজ্যেষ্ঠ শিক্ষক)
সদস্য (বিভাগীয় সর্বজ্যেষ্ঠ শিক্ষক)
সদস্য (বিশ্ববিদ্যালয় মনোনীত)  কোষাধ্যক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
সদস্য (পরিবারের একজন)
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা
২০২২-২০২৩ শিক্ষাবর্ষ
ক্রমিক নং নাম রোল নং
মোসা. রাবেয়া খাতুন ২৩১২৩০১১০১
সিফাতুল জান্নাত সাইয়োরি ২৩১২০০১১২৩
প্রিয়া বিশ্বাস (নির্ধারিত) ২৩১২৫০১১১৮