বিজ্ঞপ্তি
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০১ ও ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে “Workshop on OBE Curriculum” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কলা অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মশালাটি ৪টি পর্বে অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স কক্ষে (কক্ষ নং-৪০৫) প্রতিদিন সকাল ৯:১৫ মিনিটে শুরু হয়।
উক্ত কর্মশালার রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালকদ্বয় যথাক্রমে প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও প্রফেসর ড. মো. মনিমুল হক।






