ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পিকেএসএফ এর মধ্যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ সহায়তা বিষয়ক চুক্তি স্বাক্ষর
————————————-
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে পিকেএসএফ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ পিকেএসএফ ভবন-১-এ অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিয়ার রহমান ও ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ, এবং আইকিউএসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মনিমুল হক ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ।
Green Climate Fund (GCF)-এর অর্থায়নে পিকেএসএফ কর্তৃক বাস্তবায়নাধীন GCF Readiness Project-2-এর আওতায় তিন বছর মেয়াদি এ চুক্তির অধীনে প্রশিক্ষণ কার্যক্রমের স্থায়িত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ল্যাপটপ ও প্রজেক্টর দেয়া হয়। GCF-RHL প্রকল্পের উপকূলীয় অঞ্চল এবং ECCCP-Drought প্রকল্পের বরেন্দ্র অঞ্চলে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের আওতায় প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন করে মাস্টার ট্রেইনার তৈরি করা হবে যারা ভবিষ্যতে নিজ প্রতিষ্ঠানে জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করবেন। এছাড়া, এ সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের নিয়ে সচেতনতামূলক সেমিনার/ওয়ার্কশপ আয়োজন করা হবে।