প্রতিবেদন
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৭ অক্টোবর ২০২৫ নতুন যোগদানকৃত সকল শিক্ষকদের নিয়ে ‘Orientation Workshop for the Fresh Faculty Members’ শিরোনামে রাজশাহী বিশ^বিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কাঠামো, অর্ডিন্যান্স, বিভিন্ন দায়িত্ব, শিক্ষণ পদ্ধতিসহ আনুষঙ্গিক বিষয়ে নির্দেশনামূলক ৫দিন ব্যাপী ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান আইকিএসি-র কনফারেন্স কক্ষ (কক্ষ নং-৪০৫) এ অনুষ্ঠিত হয়।
এরই অংশ হিসেবে ২য় পর্বে ৬টি বিভাগের ২৯জন নতুন যোগদানকৃত শিক্ষকদের অংশগ্রহণে ২দিনব্যাপী কর্মশালা ৮টি সেশনে অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা।
২দিনব্যাপী প্রশিক্ষণে ১১ অক্টোবর ২০২৫ BNQF Adoption and Maintanence, Accreditation in Higher Education, BAC Standards and Criteria বিষয়ে রিসোর্স পারসন হিসেবে বিস্তারিত আলোচনা করেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মনিমুল হক এবং ১২ অক্টোবর ২০২৫ Introduction to the Outcome Based Education (OBE), OBE Curriculum Template: Part A, B, C & D, Exercise on PEOs, PLOs and CLOs বিষয়ে রিসোর্স পারসন হিসেবে বিশদ আলোচনা করেন প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।