রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) অদ্য ৭ অক্টোবর ২০২৫ তারিখ মঙ্গলবার ‘Orientation Workshop for the Fresh Faculty Members’ শিরোনামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কাঠামো, অর্ডিন্যান্স, বিভিন্ন দায়িত্ব, শিক্ষণ পদ্ধতিসহ আনুষঙ্গিক বিষয়ে নির্দেশনামূলক একটি দিনব্যাপী কর্মশালা সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স কক্ষ (কক্ষ নং-৪০৫) অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও লিড রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ; প্রক্টর, প্রফেসর ড. মো. মাহবুবর রহমান; জনসংযোগ প্রশাসক, প্রফেসর ড. মো. আখতার হোসেন মজুমদার ও অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক, প্রফেসর ড. মুহাম্মদ সাজ্জাদুর রহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IQAC-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা। কর্মশালার মূল সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন IQAC -এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন IQAC-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মনিমুল হক