Workshop on Preparation of Accreditation, Group-II

বিজ্ঞপ্তি

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী  ২১ – ২২ ‍ডিসেম্বর ২০২৫ তারিখে “Workshop on Prepartion of Accreditation” শীর্ষক কর্মশালার ২য় পর্বে  কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফারসি ভাষা ও সাহিত্য, আরবী ও লোক প্রশাসন বিভাগের ২৪জন শিক্ষককে অ্যাক্রিডেটেশন প্রাপ্তির দিক নিদের্শনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। দিনব্যাপী এই কর্মশালাটি সকাল ৯.১৫মিনিটে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের আইকিউএসি-এর কনফারেন্স কক্ষে (কক্ষ নং-৪০৫) অনুষ্ঠিত হবে।

উক্ত ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠান পরিচালনা করবেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালকদ্বয় যথাক্রমে প্রফেসর ড. মো. কামাল উদ্দিন প্রফেসর ড. মো. মনিমুল হক।

Click For Download File: