বিজ্ঞপ্তি
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ০১ ও ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে “Workshop on OBE Curriculum” শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে। কলা অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী এই ওয়ার্কশপটি ৪ পর্বে অনুষ্ঠিত হবে। ওয়ার্কশপটি সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স কক্ষে (কক্ষ নং-৪০৫) প্রতিদিন সকাল ৯:১৫ মিনিট অনুষ্ঠিত হবে।
উক্ত ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠান পরিচালনা করবেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালকদ্বয় যথাক্রমে প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও প্রফেসর ড. মো. মনিমুল হক।