Training on Quality Teaching, Learning and Assessment (16-19 October, 2023)

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৬-১৯ অক্টোবর ২০২৩ তারিখে “Quality Teaching, Learning and Assessment” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। দিনব্যাপী ৪ পর্বের এই প্রশিক্ষণে কলা, সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদের (৫০+৫০+৫০+৫০) ২০০ জন অ্যাকাডেমিক স্টাফ অংশগ্রহণ করবেন। উল্লেখ্য যে, এই প্রশিক্ষণে মনোনীত অংশগ্রহণকারীগণ ইতোপূর্বে আইকিউএসি আয়োজিত উপর্যুক্ত শিরোনামের কোন প্রশিক্ষণে অংশগ্রহণ করেননি। প্রশিক্ষণটি সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স কক্ষে (কক্ষ নং-৪০৫) প্রতিদিন সকাল ৯:০০ টায় অনুষ্ঠিত হবে।

Participent list (16.10.23_1st batch)
Participent list (17.10.23_2nd batch)
Participant list (18.10.23_3rd batch)
Participant list (19.10.23_4th batch)
Training Schedule

Click For Download File: