Training on Office file Management and Social Accountability

বিশ্ববিদ্যালয়ে শিক্ষণ, শিখন, গবেষণা ও প্রশাসনের উৎকর্ষ অর্জনের লক্ষ্যে আইকিউএসি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় “Training on Office file Management and Social Accountability” শীর্ষক দুই পর্বে প্রশিক্ষণের আয়োজন করেছে। দিনব্যাপী এই কর্মসূচির ১ম (১৫ মে ২৪) ও ২য় (১৬ মে ২৪) পর্বে (৬০+৬০) মোট ১২০ জন নন-অ্যাকাডেমিক স্টাফ অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণটি সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স কক্ষে (কক্ষ নং-৪০৫) প্রতিদিন সকাল ৯:০০ টায় অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আপনার বিভাগ/দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের (সংযুক্ত তালিকা) আইকিউএসি নির্বাচন করেছে। উল্লেখ্য যে, এই প্রশিক্ষণে নির্বাচিতকর্মকর্তা/কর্মচারীগণ ইতোপূর্বে উপর্যুক্ত বিষয়ে আইকিউএসি আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেননি।

আপনার বিভাগ/দপ্তরের মনোনীত কর্মকর্তা/কর্মচারীদের নির্ধারিত দিনে অংশগ্রহণ নিশ্চিতকরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,

(প্রফেসর ড. দুলাল চন্দ্র রায়)
পরিচালক
List of Participant (15-16 May 2024)

Click For Download File: