ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৪-২৫ ও ২৮-২৯ এপ্রিল ২০২৪ তারিখে ”BAC Standards, BNQF and OBE Curriculum” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। বিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রশিক্ষণটি ৪ পর্বে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণটি সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স কক্ষে (কক্ষ নং-৪০৫) প্রতিদিন সকাল ৯:১৫ মিনিট অনুষ্ঠিত হবে।
আগামী ২১ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে আপনার বিভাগের মনোনীত শিক্ষকদের নির্ধারিত দিনে অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।