Orientation on Student Feedback System (28 December,23)

জনাব,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল পিওই (Programme Offering Entity)-এর সেমিস্টার/বর্ষ শেষে পঠিত কোর্সের উপর শিক্ষার্থীদের উপলব্ধি (Students Feedback) গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে [শিক্ষা পরিষদ সভা নং-২৫১ সিদ্ধান্ত নং-২৫ তারিখ: ২৪.১২.২০১৯, জরুরী বিজ্ঞপ্তি নং- IQAC/QAC-৪/১৪৯(১৫০) তারিখ: ১৯.০১.২০২০]। ইতিমধ্যে আইকিউএসি কর্তৃক শিক্ষার্থীদের উপলব্ধি গ্রহণের নমুনা ফরম (হার্ড কপি) সকল পিওই-তে জরুরি বিজ্ঞপ্তিসহ প্রেরণ করা হয়েছে। এই ফিডব্যাক গ্রহণ প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে একটি অনলাইন সিস্টেম তৈরি করা হয়েছে।

অনলাইন সিস্টেমে শিক্ষার্থীদের উপলব্ধি গ্রহণের পদ্ধতি বিষয়ে এক ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি আগামী ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখে বেলা ১১:০০ টায় সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। উপর্যুক্ত ওরিয়েন্টেশনে অংশগ্রহণের লক্ষ্যে আপনিসহ আপনার বিভাগ/ইনস্টিটিউটের PSAC-এর অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

ধন্যবাদান্তে,

(প্রফেসর ড. দুলাল চন্দ্র রায়)
পরিচালক

Student Feedback System for Student
Student Feedback System for Teacher

Click For Download File: