Foundation Training on “Computer Application in Office Management”

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর/বিভাগ/ইনস্টিটিউট-এর অফিসমূহের Non-Academic Staff  বৃন্দের কর্মদক্ষতাবৃদ্ধির লক্ষ্যে আগামী ৩-৪, ৫-৬ এবং ৯-১০ মার্চ  ২০২৫ তারিখে Foundation Training on “Computer Application in Office Management” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। 

বিভিন্ন দপ্তর/বিভাগ/ইনস্টিটিউট অফিসমূহের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রশিক্ষণটি ৩ পর্বে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সর্বমোট (৩৫+৩৫+৩৫+৩৫) = ১০৫ জন প্রশিক্ষাণার্থী অংশগ্রহণ করবে। 

এই প্রশিক্ষণ কর্মশালার ১ম, ২য় ও ৩য় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত থাকবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নাসিমা আখতার ও পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রেজাউল করিম। 

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মো. আবু রেজা, পরিচালক, আইকিউএসি । প্রশিক্ষক হিসেবে থাকবেন যথাক্রমে প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, অতিরিক্ত পরিচালক,  আইকিউএসি; প্রফেসর ড. মো. মনিমুল হক, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি এবং মুহাম্মদ আব্দুল্লাহ ফারুক, সিনিয়র প্রোগ্রামার, আইসিটি সেন্টার, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

                     

ভেন্যু :  স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন (তৃতীয় বিজ্ঞান ভবন),
        কক্ষ নম্বর-৩৪৮ (২ নং কম্পিউটার ল্যাব), পরিসংখ্যান বিভাগ
        রাজশাহী বিশ্ববিদ্যালয়।
Click For Download File: