তারিখ: ১৩ এপ্রিল ২০২৫
সময়: দুপুর ১২:৩০
স্থান: শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের (প্রশাসন ভবন-১) কনফারেন্স কক্ষ
আলোচ্যসূচি:
১.পূর্ববর্তী (সভা নং-০৬, তারিখ: ২৭ এপ্রিল ২০২৪) এর কার্যবিবরণী নিশ্চিতকরণ।
২. ২০২৪-২৫ অর্থ বছরে আইকিউএসি-র কার্যক্রম পর্যালোচনা।
৩.২০২৫-২৬ অর্থ বছরে আইকিউএসি-র কার্যক্রম পরিকল্পনা (জুলাই’ ২৫ – জুন’ ২৬)।
৪. শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের বিভিন্ন কর্মশালার আয়োজন (Research Methodology, Research Ethics, Project Proposal Writing for Research Funding) ইত্যাদি প্রসঙ্গে আলোচনা|
৫. বিবিধ