ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও প্রশাসনিক উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে  বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩-৪, ৫-৬ ও ৯-১০ মার্চ  ২০২৫  Foundation Training on Computer Application in Office Management  শীর্ষক কর্মশালা সফলভাবে সম্পন্ন করে। উক্ত কর্মশালায় বিভিন্ন বিভাগ/দপ্তর ও অফিস সমূহে কম্পিউটার কাজে দক্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।

প্রতিব্যাচে ৩৫ জন করে সর্বমোট ১০৫জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশ নেয়। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি এবং প্রফেসর ড. মো. মনিমুল হক, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।