প্রেস রিলিজ
রাজশাহী বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), “Australia Awards Scholarship” বিষয়ক একটি সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ জানুয়ারি ২০২৬, বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এই সেমিনার পরিচালনা করে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস-বাংলাদেশ। সেমিনারটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দীন খান, IQAC-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মনিমুল হক সহ প্রায় ১৬০ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
২০২৭ শিক্ষাবর্ষে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের জন্য আবেদন সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। স্কলারশিপের আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত শিক্ষাক্ষেত্র, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং বাছাইকরণের মানদণ্ড বিষয়ে আলোচনা করা হয়। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ উন্নয়নশীল দেশগুলোর জন্য অস্ট্রেলিয়া সরকারের একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি প্রকল্প, যার লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও যোগ্য নেতৃত্ব গঠনে সহায়তা করা।
উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব তার বক্তব্যে উল্লেখ করেন যে,“অস্ট্রেলিয়া শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে পরামর্শ দেন যে, তারা যেন উচ্চশিক্ষা ও গবেষণার সময় সেখানকার সকল সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে কাজে লাগান এবং শিক্ষাগ্রহণ শেষে ফিরে এসে দেশকে সমৃদ্ধ করার জন্য ভূমিকা রাখেন।” উল্লেখ্য যে, এই স্কলারশীপের একটি উল্লেখযোগ্য দিক হলো- প্রত্যাশিত ডিগ্রী অর্জনের পর নিজ দেশে ফিরে এসে দেশকে সমৃদ্ধ করার কাজে নিয়োজিত রাখা।





