বিজ্ঞপ্তি

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়  ১০ – ১১ ‍ডিসেম্বর ২০২৫ তারিখে “Workshop on Prepartion of Accreditation” শীর্ষক কর্মশালার ১ম পর্বে  কলা অনুষদের ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ ও সংগীত বিভাগের ২৮জন শিক্ষককে অ্যাক্রিডেটেশন প্রাপ্তির দিক নিদের্শনা ব্যবহারিক কাজের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। দিনব্যাপী এই কর্মশালাটি ৪টি সেশনে পরিচালিত হয়।

উক্ত ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালকদ্বয় যথাক্রমে প্রফেসর ড. মো. কামাল উদ্দিন প্রফেসর ড. মো. মনিমুল হক।