বিজ্ঞপ্তি
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের জন্য ‘Orientation Workshop for the Fresh Faculty Members’ শিরোনামে চলমান কর্মশালার ২য় পর্বের ২য় গ্রুপে ৯টি বিভাগের ২৫জন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থান : সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স কক্ষ (কক্ষ নং-৪০৫), রাজশাহী বিশ্ববিদ্যালয়।
তারিখ ও সময় : ১০ ও ১১ নভেম্বর ২০২৫, সোমবার ও মঙ্গলবার, সকাল ৯:১৫ মিনিট
২দিনব্যাপী কর্মশালার ৮টি সেশনের রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করছেন IQAC-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালকদ্বয় প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও প্রফেসর ড. মো. মনিমুল হক।
Professor Dr. Md. Abu Reza_Presentation
18 How To Make a Good Presentation lecture Final 1
19 Reza-Academic Writing Research Article, Grant Proposal and Opportunities
20 Artificial Intelligence in Education – To be or Not to be-with Pic





