বিজ্ঞপ্তি
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের জন্য ‘Orientation Workshop for the Fresh Faculty Members’ শিরোনামে চলমান কর্মশালার ৪র্থ গ্রুপে 8টি বিভাগের ২8জন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
স্থান : সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স কক্ষ (কক্ষ নং-৪০৫), রাজশাহী বিশ্ববিদ্যালয়।
তারিখ ও সময় : ২৫ ও ২৬ অক্টোবর ২০২৫, শনিবার ও রবিবার, সকাল ৯:১৫ মিনিট
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন IQAC-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা। কর্মশালার রিসোর্স পারসন উপস্থিত থাকবেন IQAC -এর অতিরিক্ত পরিচালকদ্বয় প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং প্রফেসর ড. মো. মনিমুল হক।