রাবিতে তরুণ উদ্যোক্তা বিষয়ক সেমিনার ২০ জুলাই ২০২৫

‘উচ্চশিক্ষিত বেকার নয়, উচ্চশিক্ষিত জনশক্তি’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ National Seminar on Empowering Youth for Economic Revolution’ শীর্ষক সেমিনার আগামী ২০ জুলাই (রবিবার) ২০২৫ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব।

সেমিনারের টেকনিক্যাল সেশনে Rajshahi University business idea competition (RUBiC) 2025 এবং ন্যাশনাল সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের IQAC -এর পরিচালক ড. মো. আবু রেজা। তরুণ উদ্যোক্তাদের উদ্দীপ্ত করবেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী । এছাড়াও দিক নির্দেশনামূলক বক্তব্য এবং বাণিজ্য শিল্পায়নে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন ইউজিসি-এর ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল্লাহ এবং Aspire to Innovate(a2i) এর প্রকল্প পরিচালক জনাব মো. রাশেদুল মান্নাফ কবির ৷
সমাপনী অধিবেশনে প্রতিযোগিতায় বিজয়ী গ্রুপকে পুরস্কার প্রদান করা হবে। ১ম পুরস্কার ৫০ হাজার টাকা ২য় পুরস্কার ৩০ হাজার টাকা এবং ৩য় পুরস্কার ২০ হাজার টাকা।

সেমিনারে অংশগ্রহণকারী ফাইনাল রেজিষ্ট্রেশনকৃতদের তালিকার লিংক