রাজশাহী বিশ্ববিদ্যালয়ের World Intellectual Property Day (IP) 2025 পালিত
অদ্য ৩০ এপ্রিল ২০২৫ রাজশাহী বিশ্ববিদ্যালয় Institutional Quality Assurance Cell (IQAC) এর উদ্যোগে World Intellectual Property (IP) Day 2025 পালিত হয়। দিবসটি পালনে Rally, Quiz Competition এবং Seminar এর আয়োজন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় ২৬ এপ্রিলের পরিবর্তে ৩০ এপ্রিল ২০২৫ দিবসটি পালিত হয়। বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে জোহা চত্বর প্রদক্ষিণ করে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে এসে র্যালী শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ এতে অংশগ্রহণ করেন। আরও অংশগ্রহণ করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম এবং জনসংযোগের প্রশাসক প্রফেসর ড. মো. আখতার হোসেন মজুমদার।
আইকিউএসি আয়োজিত সেমিনারের মূল বিষয় ছিল Intellectual Property (IP) Right: The Key of Building of Secured Life. রিসোর্চ পারসন হিসেবে বিষয়টি তুলে ধরেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্র্রফেসর ড. সালেহ হাসান নকীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. মাঈন উদ্দিন, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান। দিবসটি পালনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের পুরষ্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ।