ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম সমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১২ ও ১৩ মার্চ ২০২৫ OBE Curriculum and BNQF for Faculty Member শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। চারুকলা, ফিশারিজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের সকল শিক্ষকদের অংশ গ্রহণে দিনব্যাপী এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা’র সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মনিমুল হক।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি এবং প্রফেসর ড. মো. মনিমুল হক, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।