রাজশাহী বিশ্ববিদ্যালয় কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি) এর ৭ম সভা গত ১৩/০৪/২০২৫ রবিবার দুপুর ১২.৩০ টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি) এর সভাপতি মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। সভায় রাজশাহী বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, আইকিউএসি-র পরিচালক, অতিরিক্ত পরিচালক, সিন্ডিকেট মনোনীত দু’জন সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের মনোনীত সদস্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং হিসাব পরিচালক উপস্থিত ছিলেন।

সভায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা। আইকিউএসি-র পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা কার্যক্রম তুলে ধরেন অতিরিক্ত পচিালক প্রফেসর ড. মো. মুনিমুল হক এবং সভা পরিচালনা করেন কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি) এর সদস্য সচিব ও আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সভায় যুগের চাহিদানুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।