মহোদয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় বার্ষিক প্রতিবেদন নিয়মিত প্রকাশের জন্য কতৃর্পক্ষ উদ্যোগ গ্রহণ করেছেন। বিধায়, আপনার অনুষদ/ বিভাগ/ ইনস্টিটিউট/ হল/ ডরমিটরি/ দপ্তর/ শাখা/ স্কুল/ প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন ২০২২-২০২৩ এর জন্য প্রয়োজনীয় তথ্য সংযুক্ত ছক অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ২০২৩ তারিখ রবিবারের মধ্যে এই অফিসে পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি। তথ্য ছকটির সফট কপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এর Publications মেন্যু থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে।
প্রতিবেদনের তথ্য ছকটি MS Word 2003 বা MS Word 2007—এ বাংলা অংশ কেবলমাত্র SutonnyMJ ও ইংরেজি অংশ কেবলমাত্র Calibri ফন্টে পূরণ করে তার দুটি মুদ্রিত কপি ও একটি সফট কপি সিডি বা পেন ড্রাইভে (ফেরতযোগ্য) এই অফিসে পাঠাতে হবে। সফট কপিটি ই—মেইলযোগে rupublication@gmail.com এই আইডিতেও পাঠানো যেতে পারে। সেক্ষেত্রে মুদ্রিত কপি পাঠানোর চিঠিতে তা উল্লেখ করা আবশ্যক।
বার্ষিক প্রতিবেদন যথাসময়ে প্রকাশের জন্য আপনার ত্বরিত সহযোগিতা আশা করি।
আন্তরিক ধন্যবাদসহ-
আপনার বিশ্বস্ত,
সদস্য—সচিব
রাজশাহী বিশ্ববিদ্যালয় বার্ষিক প্রতিবেদন ২০২২—২৩ সম্পাদনা পর্ষদ
প্রকাশনা দপ্তর
।। বার্ষিক প্রতিবেদ ২০২২-২৩ এর তথ্যছক ডাউনলোড করতে ক্লিক করুন ।।