সংগীত বিভাগে ভর্তি পরীক্ষার (ব্যবহারিক) নিয়মাবলী:
🎵 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ শাস্ত্রীয় সঙ্গীতের উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। সংগীত বিভাগের সিলেবাসে ধ্রুপদ, খেয়াল, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত, তাল-ছন্দ ইত্যাদি বিষয়ে পড়ানো হয়। প্রতিটি বিষয়েরই তত্ত্বীয় ও ব্যবহারিক কারিকুলাম রয়েছে।
ভর্তি পরীক্ষায় নতুন ছাত্র-ছাত্রীদের জন্য নির্দেশনা হলো এই যে:
🎵 পরীক্ষার্থী পছন্দমত তানপুরা এবং তবলা সহযোগে যে কোন একটি রাগে (যেমন- ইমন, ভৈরব, বিলাবল ইত্যাদি) প্রারম্ভে অর্থাৎ শুরুতেই ছোট্ট করে রাগের আলাপ কিংবা আরোহন অবরোহন; এরপর তান সহকারে তিন থেকে পাঁচ মিনিট ধ্রুপদ বা খেয়ালের বন্দিশ পরিবেশন করবেন।
🎵 এরপর পরীক্ষার্থী তাঁর পছন্দ অনুযায়ী রবীন্দ্র সংগীত / নজরুল সংগীত / লোকসংগীত শোনাবেন।
🎵 শাস্ত্রীয় সংগীত, স্বর এবং তাল-ছন্দ (ত্রিতাল, দাদরা, কাহারবা ইত্যাদি) বিষয়ে পরীক্ষার্থীর কতটুকু জ্ঞান রয়েছে সংগীত বিভাগ মুলত এটাই বিচার করে থাকে।
🎵 এছাড়াও পরীক্ষার্থী বিভিন্ন বাদ্যযন্ত্র (যেমন- তবলা, গিটার, বাঁশি, বেহালা ইত্যাদি) বাজাতে পারলে যন্ত্র নিয়ে এসে সেটিও শোনাতে পারেন।
বি: দ্র: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের ব্যবহারিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮, ১৯ ও ২০ জুলাই ২০২৪ তারিখে।
সবার জন্য শুভকামনা রইলো।